মতি টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল

| বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

মতি টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল গত ৪ এপ্রিল সমিতির অফিস রুমে মালিক সমিতির সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান ইসলামের আদর্শকে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছানোর এক সুবর্ণ সুযোগ। মুসলিম মিল্লাতের জন্য রহমতস্বরূপ এ মাসটি আত্মগঠন, নৈতিক উন্নতি, চারিত্রিক দৃঢ়তা, পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গঠন এবং সামাজিক সাম্যের নিশ্চয়তা বিধানের এক অনন্য সুযোগ। বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।

এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো.আবদুল খালেক, সিনিয়র সহসভাপতি মো ফরিদুল হক, সহ সভাপতি অ্যাডভোকেট মুসা সিকদার সায়েম, শামুনুর রশিদ শামিম, মিরকামল শিকদার, আরিফ উল্লাহ চৌধুরী, মাহপুজ ইলাহি, মো. ইসমাইল, আলমগীর ক্লিমটন, মো. রবি, আহমদ হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ইফতার ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধচান্দগাঁও কাউন্সিলরের কাছে রেইনকোট ও হ্যান্ড গ্লাবস হস্তান্তর