মতিয়ারপোল গাউসিয়া কমিটি দ্বি-বার্ষিক সম্মেলন

| শনিবার , ১৪ জানুয়ারি, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ ২৩নং ওয়ার্ড আওতাধীন মতিয়ারপোল ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তারা বলেছেন-মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে মোমিন মুসলমানদের সত্যবাদিদের সাথী হওয়ার জন্য বলেন। সম্প্রতি মতিয়ারপোলস্থ ২৩নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ডবলমুরিং থানা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ আলকাদেরী।

বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানা গাউসিয়া কমিটির দাওয়াতে খায়র সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ দিদার কোম্পানী, মুহাম্মদ রাসেদ খান, ফরিদ আহমদ, হাসান টিপু, মুহাম্মদ পারভেজ, মুহাম্মদ শিবলু।

ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ সানাউল্লাহ, এসকান্দর মির্জা, মুহাম্মদ ফাহিম প্রমুখ। পরে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে হাজী আবুল হাশেমকে সভাপতি ও পারভেজ আহমদকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ সানাউল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে ৫৩ জন সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশীতার্তদের পাশে বিভিন্ন সংগঠন
পরবর্তী নিবন্ধওয়াহিদুল আলম দুলাল