মতিঝিলের আরেক মামলায় মাদানী রিমান্ডে

| শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

মতিঝিল থানার আরেকটি মামলায় রফিকুল ইসলাম মাদানীকে সাত দিন জিজ্ঞাসাবাদে পুলিশ হেফাজতের অনুমতি দিয়েছেন ঢাকার একজন মহানগর হাকিম। গতকাল বৃহস্পতিবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান ভার্চুয়াল শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন এ তথ্য জানান। এ নিয়ে মাদানীর বিরুদ্ধে দেশের কয়েকটি জায়গায় করা মামলায় পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত। খবর বিডিনিউজের

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্টের ফ্রি সবজি বাজার
পরবর্তী নিবন্ধ৪শ প্রতিবন্ধী পেল প্রধানমন্ত্রীর উপহার