স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নগরীতে হেলথ ক্যাম্প হোম হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, রোটারি ক্লাব অব চিটাগং প্রাইম, এলবিয়ন গ্রুপ ও অক্ষর গাড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার টাইগারপাস মতিঝর্ণা বস্তিতে অনুষ্ঠিত হয়। শতাধিক নিম্ন মধ্যবিত্তদের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। এসময় হোম হাসপাতালের প্রধান নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া, কাউন্সিলর আবু হাসনাত মো. বেলাল, ডা. সৈকত, নার্স শারমিন, হেলথ অ্যাসিস্ট্যান্ট সৈকত বাবলা, ফারুক চৌধুরী ফয়সাল, জয় বড়ুয়া, অক্ষরগাড়ি সংগঠনের পক্ষ সভাপতি তারেক আজিজ মাসুম, চন্দন মানিক, অনুপম বড়ুয়া, ইমাম হোসেন, হারুনুর রশীদ, মার্গিস আখতার, গোলাম মোস্তফা, সৈয়দ রাহাত, মোহাম্মদ মতিন, শহিদুল ইসলাম ও রোটারি ক্লাব অফ চিটাগং প্রাইমের প্রেসিডেন্ট ইলেক্ট শুভ বড়ুয়া সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম রানা, পরিচালক মো. জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











