নগরীর খুলশী থানাধীন মতিঝর্ণা এলাকা থেকে কিশোর গ্যাং লিডার মো. মুন্নাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খুলশী থানার ওসি মো. শাহিনুজ্জামান। মুন্নার বিরুদ্ধে খুলশী থানায় পুলিশের উপর হামলা, ধর্ষণ মামলাসহ অন্তত ৯টি মামলা রয়েছে। সে মতিঝর্ণা এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।
ওসি শাহিনুজ্জামান আজাদীকে বলেন, মূলত কিশোরদের সংঘটিত করে এলাকায় নানারকম অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করত মুন্না। তার ভয়ে এলাকার সাধারণ মানুষ সার্বক্ষণিক আতঙ্কে থাকত। খুলশী থানা পুলিশ জানায়, মুন্নার বিরুদ্ধে ধর্ষণ, গণধর্ষণ ও পুলিশের উপর হামলা মামলাসহ ৯টি মামলা রয়েছে খুলশী থানায়। একের পর এক অপরাধ করার পরেও ধরাছোঁয়ার বাইরে ছিল সে।