মজলিসুল ওলামা বাংলাদেশের সভাপতি, রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) বলেছেন, মতানৈক্যের মাঝে মতৈক্য প্রতিষ্ঠাই ছিল মজলিসুল ওলামা গঠনের মূল লক্ষ্য। আলেম সমাজের ঐক্যের ক্ষেত্রে অবশ্যই অহংকার, হিংসা–বিদ্বেষ পরিহার করে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং অন্যের কথা শোনার মতো মানসিকতা তৈরি করতে হবে। তিনি গত ১০ জানুয়ারি কুমিরাঘোনা আখতরাবাদ বায়তুশ শরফের ইছালে সাওয়াব ময়দানে মজলিসুল ওলামা বাংলাদেশের উদ্যোগে ওলামা সম্মেলনে এসব কথা বলেন। মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ নূরীর পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। বক্তব্য দেন, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইন, অধ্যক্ষ মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, মাওলানা কাজী শিহাবুদ্দিন, অধ্যাপক ড. ওয়ালি উল্লাহ মুঈন, মাওলানা লোকমান হাকিম, মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদি, মাওলানা আবদুল হালিম হেলালি, মাওলানা জিয়াউল হক আনছারি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












