মতভেদ ভুলে দলকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই

মতবিনিময় সভায় সরওয়ার জামাল নিজাম

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

আনোয়ারাকর্ণফুলী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন, নির্বাচনে দলের সকল নেতাকর্মীদের মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপস্থ সাবেক এই এমপির বাসভবনে কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, কর্ণফুলী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম, যুগ্ম আহবায়ক ইলিয়াছ হায়দার রবিন, সিনিয়র সদস্য মো. হাসেম, মো. জানে আলম, মো. হোসাইন, মো. নজরুল, মো. সাইফুল, মো. আরফাত, মো. জনি ইসলাম, মো. ইসমাইল, বড়উঠান ইউনিয়ন যুবদল নেতা মো. ওমর ফারুক জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমালকা বানু ও মনু মিয়ার অমর প্রেমকাহিনি
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটিতে বিএনকিউএফ বিষয়ক কর্মশালা