মতভিন্নতা থাকলেও যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে : তারেক

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো দুঃখজনক

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১০:৩০ পূর্বাহ্ণ

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর মত একটি পরিস্থিতি তৈরি হচ্ছে মন্তব্য করে তারেক রহমান বলেছেন, দুঃখজনকভাবে আমরা দেখছি, হচ্ছে। গতকাল শনিবার ১২ দলীয় জোটের ইফতার আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন মন্তব্য করেন। সমমনা জোটের নেতাদের সঙ্গে এ আলোচনা সভায় তিনি মতভিন্নতা থাকলেও যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বানও জানিয়েছেন।

তিনি বলেন, আমাদেরকে যেকোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসব, আলোচনা করব। এমন কিছু আমরা বলব না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে। এটি হোক আমাদের প্রত্যাশা। খবর বিডিনিউজের।

রাজধানীর মালিবাগের স্কাই সিটি হোটেল এই ইফতারে ১২ দলীয় জোটের নেতারা অংশ নেন। আন্দোলনে সহকর্মীআপনজনদের হারানোর কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আসুন যে ঐক্য নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম সেই ঐক্যকে আমরা ধরে রাখি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে এই ঐক্যকে বজায় রেখে, এই ঐক্যকে ধরে রেখে এদেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এদেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। আড়াই বছর আগে পরিবর্তনের লক্ষ্যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাব উত্থাপনের বিষয়টিও ইফতারের আগে আলোচনা সভায় তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, দুঃখজনকভাবে আমরা দেখছি, একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এখানে আপনারা সবাই রাজনীতিবিদ। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষ কী বোঝেন? সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নির্ভয়ে ভোট দেওয়ার যে ব্যবস্থা সেটিকে গণতন্ত্র বলি আমরা। কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে গাফিলতিগুলো আছে সেই ত্রুটিগুলোকে আমরা সংস্কার করব, পরিবর্তন করব এবং সময়ের সাথে আরও যখন সামনে এগিয়ে আরও ভালো ব্যবস্থা করব।

পূর্ববর্তী নিবন্ধকমিশন প্রস্তাবিত সাংবাদিক স্বার্থসংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার : তথ্য উপদেষ্টা
পরবর্তী নিবন্ধনতুন ব্রিজ এলাকায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ চসিকের