মতবিনিময় সভায় নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির

স্বৈরাচারের দোসরেরা বিভ্রান্ত বয়ান তৈরি করছে

| শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

স্বৈরাচারের দোসরেরা বিভ্রান্ত বয়ান তৈরি করছে, এদেরকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম। গত বুধবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পেশাজীবী থানার নেতৃবৃন্দের সাথে আন্দোলন ও নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ। দু’সহস্রাধিক শাহাদাতসহ সীমাহীন নির্যাতন নিপীড়নের সিঁড়ি বেয়ে অর্জিত নতুন বাংলাদেশ গঠনে ৩৬ জুলাই চেতনায় বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কিন্তু পতিত স্বৈরাচারের দোসর ও সুবিধাভোগীরা এখন জুলাই বুদ্ধিজীবী সেজেছে এবং বিভ্রান্ত বয়ান তৈরি করেই চলেছে। পেশাজীবী নেতৃবৃন্দকে এদের ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফুর রহমান, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, সেলিম জামান, আ ম ম মসরুর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি বজায় রাখতে যোগ হস্তমুদ্রা
পরবর্তী নিবন্ধ‘কর্ণে দোলাবো তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল দেবো খোঁপায় তারার ফুল’