মতপ্রকাশ ও তথ্যের অবাধ স্বাধীনতা থাকবে : তথ্য প্রতিমন্ত্রী

| শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ৯:৪৯ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের নতুন সরকারে তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বাংলাদেশ হবে একটি অসামপ্রদায়িক রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে মতপ্রকাশ ও তথ্যের অবাধ স্বাধীনতা থাকবে। গতকাল শুক্রবার এক এক্সবার্তায় এসব কথা বলেন তিনি। খবর বাংলানিউজের।

মোহাম্মদ এ আরাফাত বলেন, যারা সামপ্রদায়িক মানসিকতা নিয়ে রাজনীতি করেন তারা নিজেদের জন্য গণতন্ত্র চায়, কিন্তু অন্যদের গণতান্ত্রিক অধিকার দিতে চায় না। মৌলবাদী এবং উগ্র গোষ্ঠীগুলো নিজেদের জন্য মত প্রকাশের স্বাধীনতা চায় কিন্তু অন্যদের সেই স্বাধীনতা দিতে চায় না। বিষয়টি সমাজে গণতন্ত্রের অগ্রগতিতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

প্রতিমন্ত্রী বলেন, মৌলবাদ ও ধর্মান্ধতা গণতন্ত্র বিরোধী। প্রথমে মৌলবাদী ও সামপ্রদায়িক মানসিকতা ত্যাগ করতে হবে, তারপর গণতন্ত্রের সন্ধান করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধএবার লড়াই হবে ত্রিমুখী
পরবর্তী নিবন্ধবিষ প্রয়োগ করে মাছ শিকার