নগরীর জেএম সেন হলে পূজামণ্ডপে হামলার ঘটনায় আরো ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৮৭ জন গ্রেপ্তার হলো হামলার ঘটনায়। এর আগে গত শনিবার পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওইদিন ভিডিও ফুটেজ দেখে ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে হয়। কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, শনিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, পূজামণ্ডপে হামলার ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে শনিবার গভীর রাতে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, এই হামলার নেপথ্যে কারা তা আসামিদের জিজ্ঞাসাবাদে বের করা হবে। আমরা দশজন করে আদালতের কাছে রিমান্ড চাইব। তখন তাদের আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে ঘটনার নির্দেশদাতা ও উদ্দেশ্য জানা যাবে।