কয়েকদিনের গুমোট অবস্থার পর নতুন করে আবার সহিংসতা ছড়িয়ে পড়েছে ভারতের উত্তর পূর্বের রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফলে। সোমবার বিকালে ইম্ফলের নিউ চেকন এলাকায় মেইতেই ও কুকি সমপ্রদায়ের কয়েকজনের মধ্যে বাজারের জায়গা নিয়ে সংঘর্ষ বাঁধলে নতুন করে সামপ্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে পুলিশের বরাত দিয়ে জানায় এনডিটিভি। যার জেরে রাজধানীতে পুনরায় কারফিউ জারি করা হয়েছে। প্রায় এক মাস ধরে বিভিন্ন কারণে মণিপুর রাজ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে। দীর্ঘদিন ধরে মণিপুরের সমতলের বাসিন্দা মেইতেই সমপ্রদায়ের সঙ্গে কুকি এবং নাগা জনগোষ্ঠীর নেতৃত্বাধীন গোষ্ঠীর বিরোধ চলছে। খবর বিডিনিউজের।
মেইতেই সমপ্রদায় অনেক দিন ধরে তফসিলি উপজাতিদের তালিকাভুক্ত হওয়ায় দাবি জানিয়ে আসছে। উপজাতিদের জন্য মণিপুরে আইনগত বেশ কিছু সুযোগসুবিধা ও কোটা রয়েছে। সমপ্রতি হাই কোর্ট মেইতেই সমপ্রদায়কে তফসিলি উপজাতিভুক্তদের তালিকায় আনা যায় কি না, তা খতিয়ে দেখতে রাজ্য সরকারকে নির্দেশ দেন। যার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। হাইকোর্টের নির্দেশের প্রতিবাদে গত ৩ মে অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর (এটিএসইউএম) মিছিল করে। ওই মিছিল থেকেই সহিংসতার সূত্রপাত হয়। এক সপ্তাহ ধরে চলা ওই সহিংসতায় ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। লাখো মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।