মডেল ফেরদৌস

| সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

রুপালি পর্দায় কাজ করার পাশাপাশি স্থির চিত্রের মডেলও হয়েছেন অনেকবার। তবে এবার ভিডিও মাধ্যমে প্রথমবারের মতো পণ্যের প্রচারে নামলেন তিনি। ‘প্রভিডেন্স’, দেশীয় পোশাক তৈরি এই প্রতিষ্ঠানটি ইউরোপের মার্কেটে ব্যবসা করে আসলেও দেশে তারা প্রথমবারের মতো কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আর তাদের পণ্যের প্রচারে ভিডিও মাধ্যমে মডেল হলেন ফেরদৌস। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন তিনি। এত বছর পর কেনো এই ধরনের কাজ করতে আগ্রহী হলেন? খবর বিডিনিউজের।
প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, ইউরোপিয়ান মাকের্টে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত করে আসছে। যেহেতু তাদের পণ্য ‘মেড বাই বাংলাদেশ’, তাই এই উন্নতমানের পণ্য বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এখন অনলাইনে তাদের কার্যক্রম শুরু হয়েছে। তাই আমি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছি। শুধু ছেলেদের পোশাক ও আনুষাঙ্গীক অন্যান্য পণ্য তৈরি করে এই প্রতিষ্ঠান। কাজের অভিজ্ঞতা সম্পর্কে ফেরদৌস বলেন, আমার কর্মজীবনে এ রকম কোনো কাজ আগে করিনি। দেশকে প্রতিনিধিত্ব করার পরিকল্পনা নিয়ে প্রভিডেন্স প্রতিষ্ঠানটি কাজ শুরু করছে। আশা করছি শিগগিরই ভিন্নধর্মী প্রচারণায় আমাকে দেখতে পাবেন সবাই। তবে ফেরদৌসের অন্যান্য কাজও থেমে নেই। মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে অভিনয় ও প্রযোজনা নিয়ে ব্যস্ত আছেন। এছাড়া সমপ্রতি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রচারণাতেও যোগ দিয়েছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপুলকিত-কৃতির ভার্চুয়াল ভ্যালেন্টাইনস
পরবর্তী নিবন্ধদীর্ঘ দিন পর আপডেটে নজর গুগলের