মডেল আনোয়ারা গড়ে তুলতে ধানের শীষে ভোট দিন

উঠান বৈঠকে সরওয়ার জামাল নিজাম

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন, ধানের শীষ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক। ধানের শীষ প্রতীকে আমাকে আপনারা বিগত সময়ে তিনবার নির্বাচিত করেছেন। আমি নির্বাচিত হয়ে আনোয়ারায় রেকর্ড উন্নয়ন করেছি। তাই আমাকে আবারো ধানের শীষে নির্বাচিত করবেন। আমি এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো এবং সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ সব ধরনের সামাজিক অপরাধ নির্মূল করে আনোয়ারা উপজেলাকে মডেল আনোয়ারা হিসেবে গড়ে তুলবো। গতকাল শুক্রবার বিকালে উপজেলার বারশত ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১০টিরও বেশি উঠান বৈঠক ও নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মনজুর উদ্দীন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, শফিউল করিম জাকারিয়া চৌধুরী জকু, সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী, ইলিয়াছ কাঞ্চন, আখতার উন নবী চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মঈন উদ্দীন, আবু তাহের প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির রাজনীতি সাধারণ মানুষ ও দেশের উন্নয়নের জন্য
পরবর্তী নিবন্ধজাপার শাসনামল স্বর্ণ যুগ হিসেবে প্রতিষ্ঠিত