মডার্নার টিকা আসছে চট্টগ্রামে

দেওয়া হবে কেবল সিটি কর্পোরেশন এলাকায় প্রতি ওয়ার্ডে টিকাদান কেন্দ্র প্রস্তুতের নির্দেশনা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৪:৫৫ পূর্বাহ্ণ

এবার মর্ডানার টিকাও আসছে চট্টগ্রামে। তবে কেবল সিটি কর্পোরেশন এলাকাতেই এ টিকা দেয়া হবে। মডার্নার টিকাদানে কেন্দ্র ও টিম প্রস্তুতের নির্দেশনা দিয়ে এরইমধ্যে সকল সিটি কর্পোরেশনে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (এমএসসিএন্ডএএইচ) ডা. মো. শামসুল হকের স্বাক্ষরে গতকাল ৫ জুলাই এ চিঠি দেয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। চিঠিতে সিটি কর্পোরেশন এলাকার প্রতি ওয়ার্ডে টিকাদানের জন্য একটি করে কেন্দ্র নির্ধারণ ও টিম গঠনের নির্দেশনা দিয়ে তালিকা পাঠাতে বলা হয়েছে ।
চিঠিতে আরো বলা হয়েছে- সরকার কোভিড-১৯ (মডার্না) টিকাদান কার্যক্রম সকল সিটি কর্পোরেশন এলাকায় প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই টিকাদান (মডার্না) কার্যক্রম প্রতিটি সিটি কর্পোরেশনের চলমান হাসপাতালসমূহ (কোভিড-১৯ টিকাদানের জন্য) এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে পরিচালনা করা হবে। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য সিটি কর্পোরেশনের চলমান হাসপাতালসমূহ (কোভিড-১৯ টিকাদানের জন্য) এবং প্রতিটি ওয়ার্ডের টিকাদান কেন্দ্রের তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে টিকাদান টিমের তথ্যও পাঠাতে বলা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, আমাদের আগে থেকে ১১টি কেন্দ্র চালু আছে। সে হিসেবে ১০/১১টি ওয়ার্ডে কেন্দ্র নির্ধারণ করা আছে। এখন বাকি ওয়ার্ডগুলোতে কেন্দ্র নির্ধারণের পাশাপাশি টিকাদানের টিম প্রস্তুত করে আমরা এ সংক্রান্ত তালিকা পাঠিয়ে দিবো। মঙ্গলবারই (আজ ৬ জুলাই) এ তালিকা পাঠানোর কথা জানিয়েছেন চসিকের এই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ৪১টি ওয়ার্ড রয়েছে।
এদিকে, টিকাদানে ওয়ার্ডভিত্তিক কেন্দ্র ও টিম প্রস্তুতের নির্দেশনা দিলেও মর্ডানার কি পরিমান ডোজ টিকা পাঠানো হবে এবং কাদের এ টিকা দেয়া হবে, এখনো পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে কোন কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী ও সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। হয়তো কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বা নির্দেশনা দেয়া হতে পারে বলে জানান এই দুই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সর্বোচ্চ শনাক্ত
পরবর্তী নিবন্ধখালেদাকে ফের জেলে ফেরানোর চিন্তা করতে হবে : তথ্যমন্ত্রী