দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবুল ঘোষ বাবুনের মাতা মঞ্জু রানী ঘোষ (৮২) গত ৩ জানুয়ারি রাত ১১টা ২৫ মিনিটে নগরীর চান্দগাঁও চন্দ্রিমা আবাসিকস্থ বাসভবনে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৩ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে যান। পরদিন সকালে আনোয়ারার পাটনীকোঠা গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু, কার্যকরি সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা, জ্যোতির্ময়’র প্রকাশক এস প্রকাশ পাল, দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব, বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সভাপতি পুলক চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন মজুমদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












