মঞ্চ মুকুট নাট্য সমপ্রদায়ের ৪১ বছরে পদার্পণ

| বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:৫৮ পূর্বাহ্ণ

সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, সুলতানি আমল, মোঘল আমল থেকেই সংস্কৃতিতে চট্টগ্রামের স্বতন্ত্র বৈশিষ্ট বজায় রেখেছে। চট্টগ্রামের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতিমনাদের অনুপ্রাণিত করতো। গতকাল নগরীর থিয়েটার ইনষ্টিটিউটে মঞ্চ মুকুট নাট্য সমপ্রদায়ের ৪১ বছর পদার্পনের অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। সুচরিত চৌধুরী খোকনের সভাপতিত্বে পার্থ প্রতিম মহাজনের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন তির্যক নাট্যদলের আহমেদ ইকবাল হায়দার, কথক নাট্য মঞ্চের মো আলী টিটু,নন্দিকার মো. আব্দুল হাদী, মঞ্চ মুকুটের মো. শহীদুল আলম,কথক নাট্য সমপ্রদায়ের বিক্রম চৌধুরী, বোধন আবৃত্তি পরিষদের প্রনব চৌধুরী, উচ্চারক আবৃত্তি কুঞ্জ এর ফারুক তাহের, নৃত্য শিল্পী শুভ্রা সেন গুপ্তা,কথক নাট্য সমপ্রদায়ের শাহীন চৌধুরী। শেষে কেক কেটে সংগঠনের ৪০ বছর পুর্তি উদযাপন করা হয়। পরে সাস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে মঞ্চ মুকুট নাট্য সমপ্রদায় পরিবেশিত, সুচরিত চৌধুরী খোকনের নির্দেশনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটি মঞ্চস্থ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিনেমার জন্য খোঁজা হচ্ছে কুমিল্লার অভিনয়শিল্পী
পরবর্তী নিবন্ধমুন্সী মিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ