‘প্রকৃতির সুপ্ত প্রতিপালনে আমাদের সুন্দর ভবিষ্যৎ’–এ প্রতিপাদ্যে গত ৭ ডিসেম্বর ফ্রোবেল প্লে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয়েছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান প্রধান অতিথি, ব্রিটিশ কাউন্সিলের পরিচালক তাহনী ইয়াসমিন, বাংলাদেশ কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজাসহ বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য পরিচালক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সবুজ অরণ্যের আদলে সজ্জিত মিলনায়তনে রঙিন কস্টিউম পরিহিত শিক্ষার্থীরা নাচ, গান, গীতিনাট্য এবং নাটিকার মাধ্যমে প্রকৃতির সুপ্ত প্রতিপালনে সবুজ বনায়ন, বৃক্ষরোপণ, দূষণ রোধ, পানি ও বিদ্যুৎ এর অপচয় বন্ধ করে সুন্দর একটি পৃথিবী গঠনে সকলকে আহ্বান জানান। শিক্ষার্থীদের উল্লেখযোগ্য পরিবেশনাসমূহ ছিলো স্বপ্নপুরী, রেইনবো ফিস, এমন যদি হতো, ডিপ ডিপ, গাছ লাগান প্রাণ বাঁচান নাটিকা এবং পৌষের ডাক গীতিনাট্য ইত্যাদি।
প্রধান অতিথি এস এম আব্দুর রহমান কোমলমতি শিশুদের খেলার মাধ্যমে শিখন পদ্ধতি পরিচালনার জন্য অধ্যক্ষ হাওড়া জোহাইরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমাপনী বক্তব্যে অধ্যক্ষ হাওড়া (তেহেসীন) জোহাইর বলেন, মুক্ত পাখির মত স্বাধীনভাবে জ্ঞানার্জন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রতিটা বাচ্চার মৌলিক অধিকার। তাদেরকে একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনের প্রতিটা ক্ষেত্রে স্বাভাবিক বিচরণের সুযোগ করে দিতে তিনি অভিভাবকদের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












