আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে মঞ্চমুকুট নাট্যগোষ্ঠীর নতুন প্রযোজনা রূপেশ কান্তি দে তপু রচিত নাটক ‘হতজ্ঞান’ মঞ্চস্থ হবে। এটি দলের ২২ তম প্রযোজনা। নাটকটির নির্দেশনা, মঞ্চ, আলোক ও পোশাক পরিকল্পনায়–রূপেশ কান্তি দে তপু। আবহ সঙ্গীত–মঈন উদ্দিন কোহেল।
নাটকটিতে অভিনয় ও নেপথ্যে আছেন–আশরাফুল করিম সৌরভ, ঋতুপর্ণা সেনগুপ্তা, শেখ আনিস মঞ্জু সেন্টু (অরিন্দম), আশীষ নন্দী (নান্দীমুখ), বিকিরণ বড়ুয়া (নান্দীমুখ), নাজিম উদ্দিন মামুন (থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম), বিজয় চক্রবর্তী, রানা ভৌমিক, ছোটন দাশ, মাইকেল মহাজন, আহমেদ কামাল আফতাব ও স্বপ্নীল চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।