মঞ্চমুকুট নাট্যগোষ্ঠীর প্রযোজনা ‘হতজ্ঞান’

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের আয়োজনে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭.০০ টায় গ্রুপ থিয়েটার নাট্যোৎসবের চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে মঞ্চমুকুট নাট্যগোষ্ঠীর প্রযোজনা রূপেশ কান্তি দে তপু রচিত নাটক ‘হতজ্ঞান’ মঞ্চস্থ হবে। এটি দলের ২২ তম প্রযোজনা। নাটকটির নিদের্শনা, মঞ্চ, আলোক ও পোষাক পরিকল্পনায়রূপেশ কান্তি দে তপু। আবহ সঙ্গীতমো. আশরাফুল করিম সৌরভ। এতে অভিনয় ও নেপথ্যে আছেন মো. আশরাফুল করিম সৌরভ, ঋতুপর্ণা সেনগুপ্তা, শেখ আনিস মঞ্জুর সেন্টু (অরিন্দম), আশীষ নন্দী (নান্দীমুখ), বাপ্পী হায়দার (গণায়ন নাট্য সম্প্রদায়), বিকিরণ বড়ুয়া (নান্দীমুখ), নাজিম উদ্দিন মামুন (থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম), নাসরিন হীরা (তির্যক নাট্য গোষ্ঠী), বিজয় চক্রবর্তী, রানা ভৌমিক, ছোটন দাশ, মাইকেল মহাজন, সাদিয়া করিম ও স্বপ্নীল চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাষা দিবসে আনোয়ারায় ‘রক্ত দিয়ে কেনা’ নাটক মঞ্চায়ন
পরবর্তী নিবন্ধজয়ার রিট, বন্ধ হচ্ছে হাতির ওপর নির্যাতন