মজার ইশকুলের শিক্ষার্থীরা পেল অবারিত আনন্দ

ফ্যান্টাসি কিংডম

| মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে ফ্রি টিকেটে ৩শ পথশিশুর পার্কে প্রবেশ, বিভিন্ন রাইডে চড়ার সুযোগ, বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা প্রদান, সকাল এবং দুপুরের খাবারের আয়োজনসহ বিনোদনের ব্যবস্থা করেছে। অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগ মজার ইশকুল। গত ১৩ নভেম্বর মজার ইশকুল-ফ্যান্টাসি কিংডম ট্যুরে অংশ নিয়েছিল ১৫০ জন সুবিধাবঞ্চিত পথশিশু। পরের সপ্তাহে ২০ নভেম্বর অংশ নেয় আরও ১৫০ জন সুবিধাবঞ্চিত পথশিশু। সারাদিন তাদের মাঝে ছিল খুশির আমেজ। জীবনের সকল কষ্ট, অভাব, দুঃখ, অবসাদ ভুলে তারা যেন খুঁজে পেয়েছিল নতুন জীবনের এক অবারিত আনন্দের স্বাদ। কনকর্ড এন্টারটেইনমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপ কুমার সরকার বলেন, সমাজের প্রতিটি স্তরেই প্রতিটি মানুষের কিছু সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত। কনকর্ড এন্টারটেইনমেন্ট লিঃ ও এর ব্যতিক্রম নয়। কোমলমতি শিশুদের বিনোদনের বিশেষ আকর্ষণ এই এমিউজমেন্ট পার্ক। মজার ইশকুলের পথশিশুদের আনন্দ দানের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানিয়ে তার সাথে যুক্ত হতে পেরে আনন্দিত ও গর্বিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমের টানে মেক্সিকান তরুণী বাংলাদেশে
পরবর্তী নিবন্ধসম্মিলিত আবৃত্তি জোটের প্রতিবাদী অনুষ্ঠান