মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি : সংস্কৃতি উপদেষ্টা

| মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া মঙ্গল শোভাযাত্রার নাম বদলের ইঙ্গিত দিলেও সেরকম কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল সোমবার বাংলা নববর্ষ১৪৩২ উদযাপন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।

উপদেষ্টা বলেন, ‘এ বছর ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। এবারের উদযাপনটা দুই দিনব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজনও থাকবে, পহেলা বৈশাখের আয়োজনও থাকবে জাতীয়ভাবে। তার মধ্যে এ শোভাযাত্রাও একটা আয়োজন। আমাদের চারুকলা অনুষদ ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং তারা দিনরাত কাজ করছে। এর সঙ্গে আরও অনেকেই যুক্ত হবে। বিভিন্ন জাতিগোষ্ঠী, তাদের সাংস্কৃতিক টিম এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোও যুক্তও হবে।’

পূর্ববর্তী নিবন্ধজাহাজবাড়ি ‘হত্যা মামলায়’ সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখালে শাক তুলতে গিয়ে ওরা আর ফিরল না