আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস–এ রোবট ব্যবহার করে প্রথমবারের মতো রিমোট নিয়ন্ত্রিত অস্ত্রোপচার চালিয়েছেন ভূপৃষ্ঠে থাকা একদল ডাক্তার। সফল অস্ত্রোপচারে দেখা যায়, রাবারের ব্যান্ডকে মানব টিস্যুর পরিপূরক হিসেবে ব্যবহার করে সেগুলো টুকরো করেছেন সার্জনরা। খবর বিডিনিউজের।
ধারণা করা হচ্ছে, মহাকাশে চিকিৎসার ক্ষেত্রে নতুন এক যুগের সূচনা ঘটতে পারে এর মাধ্যমে, যার সুবিধা মিলবে মঙ্গল গ্রহ বা এর চেয়েও দূরের কোনো মিশনে। স্পেসমিরা নামের রোবটটি বানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা–লিংকন’–এর প্রকৌশলীরা, যেখানে এর সংকেত বিলম্বিত হওয়ার মাত্রা প্রতি সেকেন্ডের দুই তৃতীয়াংশ থেকে তিন চতুর্থাংশ পর্যন্ত, যা পৃথিবীতে ব্যবহৃত একই ধরনের রিমোট নিয়ন্ত্রিত সার্জিক্যাল রোবটের চেয়ে অনেক ভাল ফলাফল হিসেবে বিবেচিত।
আর এর আগে আইএসএস–এ বিশেষজ্ঞ ছাড়া যেসব অপারেশন অসম্ভব ছিল, সেগুলোও সম্ভব করবে এটি। এমন অস্ত্রোপচার আমাদেরকে বিভিন্ন দীর্ঘমেয়াদি মিশন পরিচালনার ও পৃথিবী থেকে আরও দূরে যাওয়ার সুযোগ দেবে, বলেন নাসার নভোচারী জ্যাসমিন মোঘবেলি। তাই এটা সত্যিকারের গেইম–চেঞ্জার।