অবশেষে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ঘোষণার এক মাসের মধ্যেই সিআরবি রেলওয়ের হাসপাতালে আগামী সোম–মঙ্গলবার থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
আগামী মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সংযুক্তি দেয়া বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ সিআরবি রেলওয়ে হাসপাতালে যোগাদন করবেন। ওই দিন থেকেই চিকিৎসা সেবা শুরু হবে বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী মো. সবুক্তগীণ।
গত ১১ এপ্রিল রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সিআরবি হাসপাতাল পরির্দশনকালে হাসপাতালে কোনো রোগী দেখতে না পেয়ে ওইদিন সাংবাদিকদের বলেছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিকিৎসক এই হাসপাতালে সংযুক্তি দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ওষুধ, যন্ত্রপাতি ও খাবার সরবরাহ করবে। এই হাসপাতালে রেলকর্মীদের পাশাপাশি সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। উপদেষ্টার ঘোষনার ১০ দিনের মধ্যে গত ২১ এপ্রিল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান নিজ নিজ দপ্তরের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের শর্ত মোতাবেক বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাপনায় পরিচালিত হাসপাতালসমূহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়েতে কর্মরত কর্মকর্তা–কর্মচারী, রেলপোষ্য ও রেলওয়ের যাত্রীসাধারণের পাশাপাশি সাধারণ জনগণের জন্য চিকিৎসা সুবিধা উন্মুক্তকরণ এবং স্বাস্থ্য সেবা বিভাগের সাথে যৌথভাবে চিকিৎসা সেবা প্রদান করবে। এই সমঝোতা স্মারক অনুযায়ী রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা–কর্মচারী, রেলপোষ্য ও যাত্রী সাধারণের চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ–সুবিধা পূর্বের ন্যায় বহাল থাকবে।