মঙ্গলবার মধ্যরাতে এক ঘণ্টা বিদ্যুৎহীন ছিল নগরী

মদুনাঘাটে গ্রিড সাবস্টেশনের সঞ্চালন লাইনে ত্রুটি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১১:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মদুনাঘাট জাতীয় গ্রিড সাব স্টেশন থেকে মেঘনাঘাট জাতীয় গ্রিড সাব স্টেশনের ৪০০ কেভি দুটি সঞ্চালন লাইনে ত্রুটির কারণে গত মঙ্গলবার গভীর রাতে এক ঘণ্টা বিদ্যুৎহীন ছিল নগরী।

পিডিবি চট্টগ্রাম অঞ্চলের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, মঙ্গলবার রাত ১ টা ৩ মিনিটে মদুনাঘাট জাতীয় গ্রিড সাবমেঘনাঘাট জাতীয় গ্রিড সাব স্টেশনের ৪০০ কেভি দুটি সঞ্চালন লাইনে ত্রুটির কারণে নগরী ও জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাত ১ টা ৪৮ মিনিট থেকে ক্রমশ আস্তে আস্তে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে থাকে বলে জানান পিডিবির সংশ্লিষ্ট প্রকৌশলী। পুরো নগরীতে বিদ্যুৎ না থাকার বিষয়টি নগরীর বিভিন্ন এলাকার লোকজন সোশ্যাল মিডিয়ায় জানাতে শুরু করেন। পরে রাত ২টা থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।

পিডিবি চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায় প্রকৌশলী অশোক কুমার চৌধুরী আজাদীকে বলেন, বুধবার রাত ১টা ৩ মিনিটে মদুনাঘাট ৪০০ কেভি নতুন সাব স্টেশনে লাইনে সমস্য দেখা দেয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত ১ টা ৪৮ মিনিটে ত্রুটি সারানোর পর নগরীতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু হয়। মদুনাঘাট গ্রিড সাব স্টেশনটি পিজিসিবির (পাওয়ার গ্রিড বাংলাদেশ) অধীনে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ফয়সাল হত্যায় ঢাকার ট্রাইব্যুনালে অভিযোগ, শেখ হাসিনাসহ আসামি ৭৭ জন
পরবর্তী নিবন্ধফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে ভয়াবহ বন্যা