মঙ্গলপৃষ্ঠের ধুলো-পাথরের নমুনা পৃথিবীতে ফেরত এনে পরীক্ষা চালাতে চায় নাসা। সে লক্ষ্য অর্জনে অভিনব এক পরিকল্পনা করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি; হলিউডি সিনেমার আভাস মিলছে পরিকল্পনার অ্যানিমেশন ভিডিওতে। সম্প্রতি মঙ্গল থেকে পাথরের নমুনা ফেরানোর পরিকল্পনার এনিমেটেড ভিডিও প্রকাশ করেছে নাসার ‘জেট প্রোপালশন ল্যাবরেটরি (জেপিএল)’-এর ইউটিউব চ্যানেল। জেপিএলের ভিডিও অনুযায়ী, প্রথমে মঙ্গলে একটি নতুন মাহকাশযান পাঠাবে নাসা, যা পুরনো একটি রোভারের সঙ্গে দেখা করবে মঙ্গলপৃষ্ঠে।
রোভারের কাছ থেকে নেওয়া পাথরের নমুনাবাহী টেস্টটিউব রকেটে পুড়ে ছুড়ে দেবে মহাকাশে। মহাকাশে টেস্টটিউবের কন্টেইনারটি সংগ্রহ করবে ভিন্ন আরেকটি মহাকাশযান যা পৃথিবীতে ফিরবে ওই নমুনা নিয়ে।
এ পরিকল্পনার বিস্তারিত বৃহস্পতিবারের ভিডিওতে তুলে ধরেছে নাসা। ভিডিওর দৃশ্যায়নকেও হালকা করে দেখার সুযোগ নেই, পুরো পরিকল্পনার রোমাঞ্চর অনুভূতি নাসা ভিডিওতে তুলে ধরতে সফল হয়েছে বলে মন্তব্য প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের। খবর বিডিনিউজের।
সিনেট জানিয়েছে, মার্স রোভার পারসিভ্যারেন্সের সংগৃহীত নমুনা পৃথিবীতে এনে আরও বিস্তারিত গবেষণা চালানোর পরিকল্পনা করছে নাসা। এক্ষেত্রে পরিকল্পনাটি জটিল হলেও অসম্ভব নয়। অ্যানিমেশন ভিডিওতে মিশনের সকল জটিল দিকগুলো বেশ স্পষ্টভাবেই উপস্থাপন করেছে নাসা। মঙ্গলের মাটি-পাথরের নমুনা বিশ্লেষণ করে প্রাচীণ জীবাণুর সন্ধান পাওয়ার আশা করছেন গবেষকরা।