মঙ্গলচেরাগ

আসাদ মান্নান | বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

এটা তো কথার কথা কিংবা কোনো স্তাবকতা নয়,

চাঁদ ও সূর্যের মতো ধ্রুব সত্য: সঠিক পন্থায়

মায়ের মমতা দিয়ে তাঁর আগে এই জরাজীর্ণ

দেশটাকে ভালোবেসে আর কেউ কখনো কাঁদেনি

কেউ তো এমনভাবে তাঁর আগে সাহস করেনি

দেশকে এগিয়ে নিতেলুটেপুটে নিজের আখের

গুছিয়ে নিয়েছে বেশ ওরা; চোরের মায়ের নাকি

বড় গলা: মিথ্যার জাহাজে চড়ে মগের মৃল্লুকে

এক হয়ে যেতে চায় যত সব লুটেরা মাস্তান

খুনি আর আগুনসন্ত্রাসীআয়নাতে নিজেদের

দানবীয় রূপ নাদেখতে কী সুন্দর মুখোশ পরেছে;

মৃত্যুকে উপেক্ষা করে অন্ধকারে এদের মুখোশ

যেহাতের স্পর্শে খোলে সেহাতেই সিন্দুকের চাবি,

এ চাবিতে জ্বলে আজ ভাঙা ঘরে মঙ্গলচেরাগ।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্ন
পরবর্তী নিবন্ধকাল আজকাল