আসছে ধেয়ে বৈরী বাতাস
ধ্বংস কামী সর্বনাশী
ফুঁসছে সর্প মারছে ছোবল
বিষ দন্তে খুন পিয়াসী
হাসছে আগুন হিংস্র রোষে
তুফানী ঝড় কালবৈশাখী
ভাঙছে জাতির মিলনমেলা
সামপ্রদায়িক মৌলবাদী
হানছে আঘাত তুলছে শূলে
জাতের ধুয়ো সনাতনী
কাটছে সুতো সমপ্রীতি টান
হিন্দুয়ানী মুসলমানি
জাগছে জাতি বঙ্গবাসী
রুখবে পিশাচ ধর্মজীবী
আসছে বর্ষ আলোর হর্ষ
সত্য–সুন্দর–দিগ্বিজয়ী।.