মগনামা বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা, উত্তেজনা

পেকুয়া প্রতিনিধি | সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৪৫ পূর্বাহ্ণ

মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে বহিরাগতরা (স্কুল কমিটির কেউ নন) তালা ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১৩ ফেব্রুয়ারি সকালে স্থানীয় কয়েকজন বহিরাগত লোক প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। সকাল ১০ টার দিকে স্কুলে গিয়েও নিজের কক্ষে প্রবেশ করতে পারেননি প্রধান শিক্ষক আখতার আহমদ। এ নিয়ে অভিভাবক মহল ও স্থানীয় লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি জানিয়ে কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক আখতার আহমদ।
এ বিষয়ে জানতে চাইলে মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আহমদ বলেন, ‘সকালে স্কুলে গিয়ে আমার অফিসে অতিরিক্ত তালা ঝুলতে দেখে উপস্থিত সহকারী শিক্ষক আরশাদুল করিম লিটন ও অন্যান্য কর্মচারীর কাছে জানতে চাইলে তারা জানান, বর্তমান সভাপতি তাহমিনা চৌধুরী লুনা ও তার স্বামী সাবেক সভাপতি আবু হেনা চৌধুরীর নির্দেশে স্থানীয় রুহুল আমিন চৌধুরী নামের এক ব্যক্তি কিছু লোকজন নিয়ে এসে সকালে আমার কক্ষে অতিরিক্ত তালা ঝুলিয়ে দেয়। পরে আমি বিষয়টি শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক, উপজেলা ও জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক মহোদয়ের কাছে লিখিত অভিযোগ করি। এ বিষয়টি দেখতে জেলা প্রশাসক পেকুয়া উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দিয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, ‘নিয়মিত কমিটি গঠন নিয়ে বর্তমান সভাপতি তাহমিনা চৌধুরী লুনার স্বামীর সাথে প্রধান শিক্ষকের দ্বন্দ্ব তৈরি হওয়ার এক পর্যায়ে আজ (গতকাল) সকালে ঐতিহ্যবাহী মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে আমি জানতে পেরেছি। ইউএনও স্যারের সাথে কথা বলে সুরাহা করার চেষ্টা করছি।’
এ বিষয়ে কথা বলতে স্কুলের বর্তমান সভাপতি তাহমিনা চৌধুরী লুনা ও তার স্বামী সাবেক সভাপতি আবু হেনা চৌধুরীর মোবাইলে কল দেয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।
পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা বলেন, ‘মগনামা উচ্চ বিদ্যালয়ে বেশ কিছুদিন ধরে কমিটির সাথে প্রধান শিক্ষকের সমস্যা চলছে। এরই মধ্যে কে বা কারা প্রধান শিক্ষকের অফিস কক্ষে অতিরিক্ত তালা ঝুলিয়ে দিয়েছে মর্মে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ডিসি স্যারের নির্দেশনাও পেয়েছি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন জানান, ‘বিষয়টি অতীব দুঃখজনক। একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের কার্যালয়ে বহিরাগতরা এসে তালা ঝুলিয়ে দেবে এটা কখনো কাম্য নয়। কোনো সমস্যা থাকলে সেটা বসে সুরাহা করা যায়। বিষয়টি নিয়ে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছি।’
কঙবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভিষণ দাশ জানান, ‘মগনামা উচ্চ বিদ্যালয়ের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পেকুয়ার ইউএনওকে দায়িত্ব দেয়া হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় তাসিফ হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচকরিয়ায় অর্ধ কোটি টাকার ফুল বিক্রি