পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেছেন, বাঙালি জাতি পাকিস্তানি নিপীড়ক ও শোষক গোষ্ঠী থেকে স্বাধীনতা পেলেও আধিপত্যবাদী ভারতীয় অপশক্তির হিংস্র থাবার শিকার ছিল।
২৪ সালের ৫ আগস্ট আমরা ভারতীয় কলোনি থেকে নিজেদের মুক্ত করি। কিন্তু দেশ ভারতীয় কলোনি থেকে মুক্ত হলেও প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে আজ দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। গতকাল শুক্রবার রাত ৯টায় মগনামা ইউনিয়ন মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মগনামা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশের উদ্বোধক ছিলেন পেকুয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু। সভাপতিত্ব করেন মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মুজিবুল হক চৌধুরী, আহসান উল্লাহ, শহকত আরা সেকু, ফরিদা ইয়াসমিন, খালেদ মোশাররফ, জাকের হোছাইন, সোহেল আজিম প্রমুখ।–বিজ্ঞপ্তি।
        











