মগনামা থেকে ৩টি অগ্নেয়াস্ত্রসহ টাইগার বাহিনীর সক্রিয় সদস্য সন্ত্রাসী ইউসুফকে আটক করেছে র্যাব। রোববার রাত ১২ টার দিকে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে পেকুয়ার মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়া থেকে মো: তাকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার ইউসুফকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৭ এর ডিএডি আবুল কালাম আজাদ বলেন, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়া এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে অভিযানে গেলে ইউসুফ পালানোর চেষ্টা করে। তখন র্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তার দেখানো মতে গোয়ালঘরের খড়ের ভেতর থেকে তিনটি অবৈধ অস্ত্র ও নয়টি কার্তুজ উদ্ধার করা হয়।