মক ভোটে সাড়া নেই

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৫:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওয়ার্ডের ১৫ কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএমে। ইভিএমে কীভাবে ভোট দিতে হবে তা ভোটারদের সরেজমিনে দেখিয়ে দেওয়ার জন্য গতকাল ১৫ কেন্দ্রে মক ভোটিংয়ের আয়োজন করেছিল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটারদের জন্য নিকটস্থ ভোট কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই আয়োজন করা হলেও বেলা সাড়ে ১২টা পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে কোনো ভোটার দেখা যায়নি।
সরেজমিনে বেলা ১১টা ও দুপুর পৌনে ১টায় কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ইভিএমে মক ভোটিংয়ের জন্য নির্বাচন অফিসের কর্মকর্তারা বসে আছেন। তখনো পর্যন্ত কোনো ভোটার আসেননি। কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ কেন্দ্রে বেলা ১২টায় গিয়ে দেখা যায়, নির্বাচন অফিসের কর্মকর্তারা মক ভোটিংয়ের জন্য ইভিএম নিয়ে বসে আছেন। ততক্ষণ পর্যন্ত কোনো ভোটার আসেননি।
চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন জানান, ইভিএমে ভোট গ্রহণের জন্য ২৮৭ জন ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ শেষে প্রস্তুত রাখা হয়েছে। বুধবার (আজ) প্রতিটি কেন্দ্রে ইভিএমসহ সকল নির্বাচনী সামগ্রী পাঠানো হবে।
চকবাজার ওয়ার্ডে মোট প্রার্থী ২১ জন। ১৫ কেন্দ্রের ৮৬ বুথে ইভিএমে ভোট হবে। এখানে ভোটার সংখ্যা ৩২ হাজার ৪২ জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ২১৬ জন ও নারী ১৫ হাজার ৮২৫ জন।

পূর্ববর্তী নিবন্ধবর্জ্য থেকে বিদ্যুৎ
পরবর্তী নিবন্ধচকবাজার ওয়ার্ডে ভোট গ্রহণ কাল