মক্কায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

মক্কা থেকে তারেক আজিজ চৌধুরী | মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৯:২৪ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে সৌদি আরব মক্কা প্রাদেশিক বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল মক্কা প্রাদেশিক বিএনপির আহবায়ক এম জহির আহমেদের সভাপতিত্বে মক্কা প্রাদেশিক বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন ও মক্কা প্রাদেশিক যুবদলের সাধারণ সম্পাদক শামসু আলম হিমু’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

বক্তব্য রাখেন মক্কা প্রাদেশিক বিএনপির যুগ্ম আহবায়ক রহমত আলী খাঁ চৌধুরী, যুগ্ম আহবায়ক কামাল খান, দেলোয়ার হোসেন, ফকির সাহেব, আনোয়ার হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় পানিতে ডুবে ২ শিশু নিহত