মঈনুদ্দিন হোসাইন স্মৃতি একাডেমি কাপ ফুটবলে বিহঙ্গ ও এ প্লাস দলের জয়

| রবিবার , ১৬ অক্টোবর, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি আয়োজিত সৈয়দ মঈনুদ্দিন হোসাইন স্মৃতি অনূর্ধ্ব-১৬ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল শনিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় বিহঙ্গ ফুটবল একাডেমি ১-০ গোলে মোহরা ফুটবল একাডেমিকে পরাজিত করে। জয়সূচক গোলটি করেন সাঈদ। এ খেলায় সেরা খেলোয়াড় হন ফয়সাল। অপর খেলায় এ প্লাস ফুটবল একাডেমি ১-০ গোলে একরাম ফুটবল একাডেমিকে হারায়। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন শাকিল। এ খেলায় সেরা খেলোয়াড় হন রমজান। খেলা শেষে সাবেক কৃতি ফুটবলার সিজেকেএস কাউন্সিলর মশিউল আলম স্বপন এবং প্রবাসী ব্যবসায়ী মঞ্জুরুল কাদের মঞ্জু সেরা খেলোয়াড়ের পুরস্কার বিতরণ করেন।
আজ ২ টি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ২.৩০ টায় বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমি ও বড়উঠান ফুটবল একাডেমি এবং বিকেল ৩.৩০ টায় আলো ফুটবল একাডেমি ও কালারপোল ফুটবল একাডেমি মুখোমুখি হবে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ শুরুর আগেই ৬ লাখ টিকিট শেষ
পরবর্তী নিবন্ধউপ-আঞ্চলিক স্কুল ও মাদ্রাসা ফুটবলে ঘাগড়ার শিরোপা অক্ষুণ্ন