বীর মুক্তিযোদ্ধা, বোয়ালখালীর সাবেক সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে এক স্মরণ সভা গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়। ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও চাকসু ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিঠুন দাশগুপ্ত, আইনজীবী সেলিম চৌধুরী। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন প্রয়াতের সহধর্মিণী সেলিনা খান বাদল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মো কামাল উদ্দিন। স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দেবু প্রসাদ দাস দেবু, মোজাহেরুল ইসলাম, মো. জসিম উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন চৌধুরী, রবিউল ইসলাম জাহাঙ্গীর, চৌধুরী জসিমুল হক, আনন্দ বোধি ভিক্ষু, শেখ নজরুল ইসলাম মাহমুদ, মতিউর রহমান সৌরভ, মাহমুদ হায়দার জীবন, মতিউর রহমান সৌরভ, মনছুর আলম, মোহাম্মদ এমরান, সজল দাশ, বিপ্লব বিজয়, তসলিম উদ্দিন হ্নদয়, মোহাম্মদ হোসেন মধু, তসলিম খা, মেহেরুন নেছা দীপা, হানিফুল ইসলাম চৌধুরী, মাসুদ খান, মোহাম্মদ নুর, ফারজানা আফরোজা, আসিফ ইকবাল, সমীরণ পাল। প্রধান অতিথি বলেন, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল ছিলেন একজন বিশ্ব বরেণ্য রাজনীতিবিদ। তিনি সততা, আদর্শ ও নীতি থেকে কখনো বিচ্যুত হননি। তাঁর জীবন ও রাজনৈতিক দর্শন থেকে আগামী প্রজন্মকে অনেক কিছু শেখার আছে। সভায় বক্তারা, অনতি বিলম্বে দ্রুত সময়ে কালুরঘাট সেতু বাস্তবায়ন ও তাঁর নামে নগরের একটি সড়কের নামকরণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।