কর্ণফুলীতে রাস্তা দখল করে বিরিয়ানি হাউজ পরিচালনা করাসহ বিভিন্ন অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, অভিযানে রাস্তা দখল করে বিরিয়ানি হাউজ পরিচালনার অপরাধে ও যানজট নিরসনে উপজেলার মইজ্যারটেকে আকাশ ওরশ বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা ও কর্ণফুলী ওরশ বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।