মইজ্জ্যারটেকে ট্রাফিক পুলিশের ওপর সিএনজি চালকদের হামলা, ১৪ জন আটক

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ৩:২১ অপরাহ্ণ

কর্ণফুলীতে উল্টো পথে সিএনজি চালানোকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ আহত হয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় কর্ণফুলীর মইজ্জ্যারটেক ফসিল ফুয়েল স্টেশন এলাকায় উল্টো পথে সিএনজি চলাচলকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে সিএনজি চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে দায়িত্বরত সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার ও কনস্টেবল সালাউদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক ও একাধিক সিএনজি জব্দ করেছে।

আহত সার্জেন্ট ইমতিয়াজ বলেন, “উল্টো পথে আসা একটি সিএনজি বাধা দিতে গেলে তারা দলবদ্ধ হয়ে হামলা চালায়।”

অন্যদিকে, আটক সিএনজি চালকদের আত্মীয় দাবি করেছেন, “আমাদের ওপর হামলার সময় আমার আত্মীয় ঘটনাস্থলে ছিলেন না।”

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকের বলেন, “উল্টো পথে গাড়ি চলাচলের কারণে সংঘর্ষ হয়েছে। আহত দুই পুলিশ এখন চিকিৎসাধীন।”

কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই চলছে। নাম পরে জানাব। মামলা প্রক্রিয়াধীন।”

পূর্ববর্তী নিবন্ধ‎মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বাসচাপায় দুবাই প্রবাসী নিহত