বানরকে ভয় দেখাতে মুরগি মার– চীনে বহুল প্রচলিত এই প্রবাদের মমার্থ বাংলায় ‘ঝিকে মেরে বউকে শেখানো’র মতো। তবে একুশ শতকের বাস্তবতায় সঙ্গে এই প্রবাদ কতটা মেলে? চীনের এক ব্যক্তির কাণ্ড অবশ্য এমনই। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাতে সিএনএন জানিয়েছে, দেশটির হুনান প্রদেশে ‘গু’ নামে এক ব্যক্তি ‘প্রতিশোধ–পরায়ন’ হয়ে প্রতিবেশীর মুরগির খামারে ফ্লাশলাইটের আলো জ্বালিয়ে আতঙ্ক তৈরি করেন। এতে ‘পদদলিত’ হয়ে প্রায় ১১০০ মুরগির মৃত্যু ঘটে। চায়না ডেইলিতে প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনার শুরু মূলত ২০২২ সালে। সেই বছরের এপ্রিলে মুরগির মালিক ঝঙ নামে ব্যক্তিটি অনুমতি ছাড়া গু’র কয়েকটি গাছ কেটে ফেলে। আর এর ‘প্রতিশোধ নিতেই জু মুরগি মারার’ সিদ্ধান্ত নেয়। আদালতে বলা হয়, গু প্রতিশোধ নিতেই ওই মুরগির খামারে রাতে গিয়ে ফ্লাশলাইট জ্বালিয়ে অন্তত দুবার আতঙ্ক তৈরি করেন। এতে প্রথমবার প্রায় ৫০০ মুরগি এবং পরে আরও ৬৪০টির মৃত্যু হয়। খবর বিডিনিউজের।
ঝঙের প্রায় দুই হাজার ডলার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গুকে দোষী সাব্যস্ত করে প্রথমবারই জরিমানা করেছিল আদালত। তখন ফ্লাশলাইট ব্যবহারের উদ্দেশ্য ‘মুরগি মারার’ জন্য ব্যবহার করা হয়েছিল কি না– এমন সন্দেহে তাকে প্রায় ৪৩৬ ডলার জরিমানা করা হয়। পরে মঙ্গলবার ‘গু ইচ্ছাকৃত অন্যের সম্পদের ক্ষতি করতে চেয়েছে’ উল্লেখ করে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এতে ছয় মাসের কারাদণ্ড দেয় আদালত।
এর সঙ্গে গুকে আরও এক বছর নজরদারিতে থাকতে হবে, যদি তিনি একই কাণ্ড আবার ঘটান, তাহলে ফের তাকে জেলে ঢুকতে হবে।