ভয় দেখিয়ে, আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না

মহানগর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়ে আবু সুফিয়ান

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে পতিত আওয়ামী লীগ ও তার দেশীবিদেশী দোসররা নির্বাচন বানচালে নানামুখী ষড়যন্ত্র করছে। ভয় দেখিয়ে, আতঙ্ক সৃষ্টি করে তারা নির্বাচন ব্যাহত করতে চায়। আমরাও দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, আগামী নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কারণ আগামী নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন।

তিনি গত বৃহস্পতিবার নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে ধানের শীষের সমর্থনে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চট্টগ্রাম৯ আসনের আওতাধীন থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, নকিব উদ্দিন ভূইয়া, এম এ হামিদ, এম. আবু বক্কর রাজু, দিদার হোসেন, হারুনুর রশিদ। বক্তব্য রাখেন সাইফুল আলম দিপু, রিদুওয়ানুল হক, জাফর হোসেন রনি, ইমরান সিদ্দিকী জ্যাকসন, আব্দুল্লাহ আল হাসান সোনামানিক, আকতার হোসেন বাবলু, দুলাল মিয়া, রাহাত উল্লাহ রবিন, আইনুল ইসলাম জুয়েল, মাসুদুর রহমান মোহন, মো. শামীম, কুতুব উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতরুণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধজ্যাক টেকনোলজি ও জ্যাক মেশিনারিজের সেলাই মেশিন প্রদর্শনী ও সেমিনার