করোনাকালীন সময়ে কানেক্ট দ্যা ডটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে অসংখ্য মানুষকে যুক্ত করে মানবিক ভূমিকার জন্য ধ্রুবতারা ইয়ুথ ফাউন্ডেশনের ‘ভয়েস অব রিজন’ অ্যাওয়ার্ড পেয়েছেন তানভীর শাহরিয়ার রিমন।
গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে তাকে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি। এসময় ডিওয়াইডিএফের প্রতিষ্ঠাতা অর্ক চক্রবর্তী, রাজনৈতিক ব্যক্তিত্ব সোলেমান আলম শেঠ, ডিসি নর্থ (সিএমপি) বিজয় বসাক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো বিভিন্ন ক্যাটাগরিতে চট্টগ্রাম ফিল্ড হসপিটালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া, পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক আখতার পারভেজ হিরো, তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব ফারাজ করিম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ওসি কতোয়ালী মোহাম্মদ মহসীন, তরুণ উদ্যোক্তা সোমেন কানুঙ্গো প্রধান অতিথির কাছ থেকে এওয়ার্ড গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।