নিয়মিত  পৌরকর পরিশোধ করে পরিকল্পিত, সুন্দর হাটহাজারী বিনির্মাণে সহযোগিতা করুন এ প্রতিপাদে  পৌরসভায়  ভ্রাম্যমাণ রাজস্ব আদায় ক্যাম্পের উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার  পৌরসদরসহ মিরেরহাট স্থানীয় একটি কমিউনিটি  সেন্টারে  পৌর সহায়ক সদস্য এবং কর নিরুপণ ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির সহযোগিতায়  এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময়  পৌর সচিব বিপ্লব চন্দ্র মুহুরী জানান, পৌর প্রশাসক  মো. শাহিদুল আলমের সভাপতিত্বে মাসিক সভায় ২০২১-২২অর্থ বছরে রাজস্ব আদায়ের নিমিত্তে ভ্রাম্যমাণ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। এর আলোকে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ ক্যাম্প উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  পৌরসভা নির্বাহী   প্রকৌশলী  বেলাল আহম্মেদ খান, সহকারী কর আদায়কারী  মো. রফিকুল ইসলাম,  শিল্পী চক্রবর্ত্তী, শামিম আরা রুমি,  মো কামাল উদ্দিন,  মো.  সেলিম উদ্দিন প্রমুখ।
        










