ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীকে কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:৫৬ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকার ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার নগরীর শহীদ লেন, আমানত শাহ মাজার, লালদীঘি ও স্টেশন এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটককৃত ১০ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে তাদের কাছ থেকে ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান দৈনিক আজাদীকে জানান, নগরীতে ভাসমান মাদকসেবীদের আনাগোনা রোধ করতে গত মাসে বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে। মাদকসেবীদের আস্তানাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার নগরীর কয়েকস্থান থেকে ১০ মাদকসেবীকে আমরা আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।’

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ সমিতি-চট্টগ্রামের কার্যকরী কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামের শীতবস্ত্র বিতরণ