ভ্রাম্যমাণ আদালতের অভিযান লোহাগাড়ায় ৯ মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ৯ মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে সদর এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

অভিযানে সাউন্ড হেলথ ফার্মেসীকে ৫ হাজার টাকা, সাউন্ড হেলথ ফার্মেসী ১ কে ১০ হাজার টাকা ও ৭ টি যানবাহনকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিবাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, অনুমোদনহীনভাবে ফিজিশিয়ান্স স্যাম্পল সংরক্ষণ ও বিক্রয়, নিবন্ধনবিহীন মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য এবং কসমেটিকস রাখার দায়ে দুই ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৭ জনকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী ও থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার অভিষেক অনুষ্ঠান