সব দুঃখ কি অশ্রু হয়ে ঝরে?
সব কষ্টের কি আর্তনাদ শোনা যায়?
সব মন খারাপ কি চেহারায় ফুটে ওঠে?
সব বেদনা কি ভাষায় প্রকাশ পায়?
সব ফুলের কি গন্ধ হয় মিষ্টি?
সব মেঘ কি বৃষ্টি হয়ে ঝরে?
সব হাসিতে কি সুখ শান্তি ছায়া ফেলে?
সব দৃষ্টিতে কি ভালোবাসা ভর করে?
সব রাগে কি অনুরাগ লুকোনো থাকে?
সব স্মৃতি কি জমা থাকে মগজে?
সব লুকোচুরি কি সহজে পড়ে ধরা?
সব অনুভূতি যায় কি লেখা কাগজে?
সব অভিমানের কি মান ভাঙে কোনদিন?
সব নীরবতার ভাষা কি যায় পড়া?
সব চলে যাওয়া কি প্রস্থান বোঝায় কখনো?
সব অর্জনে কি খুশি হয় বসুন্ধরা?
সব জয়ে কি বিজয় লেখা থাকে?
সব পরাজয় কি শুধুই অগৌরবের?
সব না পাওয়া মানুষগুলো কি শুধুই কেঁদে মরে?
সব পেয়েও কি কারো জীবন হয় সৌরভের?
জীবনের খাতা কি শুধু যোগ বিয়োগে ভরা?
লাভ লোকসানের কি হিসাব কষি প্রতিদিন?
দিনশেষে কি ফলাফল হবে শূন্য?
বিদায় বেলায় কি রেখে যাবো শুধু ঋণ?







