ভ্যালেন্টাইনের বিশেষ নাটক ‘১৩৮ তম দিন’

| সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:০৭ পূর্বাহ্ণ

ডাংগুলি এন্টারটেইনমেন্টস এর ব্যানারে অবমুক্ত হয়েছে ভ্যালেন্টাইনের বিশেষ নাটক ‘১৩৮ তম দিন’। এতে নির্মাতা শামীম আহসানের পরিচালনায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা ইমতু রাতিশ এবং অভিনেত্রী নাজমী জান্নাত।

নাটকটি রচনা করেছেন রায়হান রনি। নাটকে আরো অভিনয় করেছেন রকি খান,আসমা শিউলি, হিয়া, লিমন আহমেদ, সৈয়দ আহাসান, আলমগীর কবির সহ আরও অনেকে। শামীম আহসান বলেন, সবসময়ই চেষ্টা করি ভিন্ন গল্প নিয়ে কাজ করতে। দর্শক কোন নাটক সিনেমা দেখার পর যদি তার রেশ কিছু সময় ধরে না রাখতে পারে তবে সেই কাজের সার্থকতা নেই বলে আমার মনে হয়। এবারের নাটকটিও হৃদয়কে স্পর্শ করবে। ইমতু রাতিশ বলেন,কাজের ব্যস্ততা অনেক। নিয়মিত নাটকে কাজ করছি। গল্পে মনের মতো চরিত্রে কাজ করেছি আশা রাখছি দর্শকদের ভালো লাগবে।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধনাবিদ থেকে অপু আলোচনায় আরিফিন শুভ