ভ্যানিটি ব্যাগে ৭৫০ ইয়াবা, দম্পতি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

৭৫০ পিস ইয়াবাসহ এক দম্পত্তিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। ধৃতরা হচ্ছেন মো. ইমরান সিপাহী (২৮) ও তার স্ত্রী রমিদা প্রকাশ ছেনোয়ারা (৪০)। ইমরান মাদারীপুরের রাজৈর থানার বদর পাশার মো. আলতাফ সিপাহীর ছেলে। চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই মো. সোহরাব হোসেন সাংবদিকদের বলেন, গত সোমবার রাতে স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ভ্যানিটি ব্যাগে রক্ষিত কালো পলিথিনে মোড়ানো ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশ পাঠানোর ব্যবস্থা করুন
পরবর্তী নিবন্ধক্যাবের গণঅবস্থান কর্মসূচি