৭৫০ পিস ইয়াবাসহ এক দম্পত্তিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। ধৃতরা হচ্ছেন মো. ইমরান সিপাহী (২৮) ও তার স্ত্রী রমিদা প্রকাশ ছেনোয়ারা (৪০)। ইমরান মাদারীপুরের রাজৈর থানার বদর পাশার মো. আলতাফ সিপাহীর ছেলে। চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই মো. সোহরাব হোসেন সাংবদিকদের বলেন, গত সোমবার রাতে স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ভ্যানিটি ব্যাগে রক্ষিত কালো পলিথিনে মোড়ানো ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়।