ভ্যানিটি ব্যাগে দুই লাখ টাকার ইয়াবা নারী আটক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদে একটি বাসায় অভিযান চালিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭শ’ পিস ইয়াবাসহ খালেদা বেগম (৪৪) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত মঙ্গলবার রাতে বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলা বাজারে একটি টিনশেডের বাসায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডবলমুরিং সার্কেলের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেন।
গতকাল বায়েজিদ থানা পুলিশ আসামিকে আদালতে সোপর্দের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেন। অভিযুক্ত খালেদা বেগম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়ার মৃত মোজাহারের মেয়ে। নগরীতে তিনি শেরশাহ বাংলাবাজারে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ খালেদা বেগমকে আটক করা হয়েছে। এ সময় আসামির ভ্যানিটি ব্যাগের ভেতর স্কচটেপ ও টিস্যু মোড়ানো পলিব্যাগ থেকে ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে জানান দপ্তরের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধকাঁচামালের পরিবর্তে আনা হল ৫ কোটি টাকার সিগারেট