ভ্যাটের আওতা বাড়ানো ও ভ্যাট আদায়ে গতি আনতে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অধীন ৪ বিভাগের বিভিন্ন মার্কেটে দুদিনব্যাপী ভ্যাট বুথ স্থাপন করে ভ্যাট সেবা দেওয়া হবে।
ভ্যাট অফিস সূত্রে জানা গেছে, আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার আগ্রাবাদ বিভাগের অধীন আখতারুজ্জামান সেন্টার, নিউ মার্কেট, বালি আর্কেড, বে-শপিং কমপ্লেক্স, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট ও টেরীবাজারে ভ্যাট বুথ স্থাপন করা হবে। এছাড়া চট্টলা বিভাগের অধীন ইউনেস্কো সিটি সেন্টার, খুলশী টাউন সেন্টার, আমীন সেন্টার, সানমার ওশান সিটি, ফিনলে স্কয়ার ও মিমি সুপার মার্কেটে স্থাপিত হবে বুথ।
অন্যদিকে চান্দগাঁও বিভাগের অধীন স্বজন সুপার মার্কেট, হক মার্কেট ও ষোলশহর সুপার মার্কেটে স্থাপিত ভ্যাট বুথে ব্যবসায়ীরা ভ্যাট রিটার্ন দাখিল, নবায়ন ও নতুন নিবন্ধন করতে পারবেন। এছাড়া কক্সবাজার বিভাগের অধীন বড় বাজার ও বাস টার্মিনাল এলাকা, একইসাথে পটিয়া, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দবানের বিভাগের ক্ষেত্রে বিভাগীয় দপ্তরে হেল্পডেস্ক থেকে ভ্যাট সেবা দেওয়া হবে।