ভ্যাট প্রদানে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ

জাতীয় ভ্যাট দিবসে চট্টগ্রামে নানা আয়োজন

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৭:০২ পূর্বাহ্ণ

‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভ্যাট দিবস। দিবসটিকে কেন্দ্র করে সকালে নগরীর আগ্রাবাদ চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সৈকত সম্মেলন কক্ষে সর্বোচ্চ ভ্যাট দাতাদের সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম দপ্তরের ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর লিগ্যাল ও এনফোর্সমেন্ট) মাহবুব হোসেন। তিনি বলেন, প্রত্যেক করদাতাদের উচিত পণ্য বা সেবা ক্রয়ের পর ভ্যাট চালান গ্রহণ করা। তিনি রাজস্ব প্রদান করে দেশের অর্থনৈতিক উন্নয়নে করদাতাদের অংশগ্রহণকে স্বাগত জানান। ভ্যাট দিবস ও সপ্তাহের মাধ্যমে করদাতাদের ভ্যাট প্রদানে উৎসাহিত করার উপরও তিনি গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, একটি স্বনির্ভর জাতি গঠন করতে হলে ভ্যাট প্রদানের বিকল্প নেই। তিনি আগামী ১১-১২ ডিসেম্বর এ দপ্তরের অধিক্ষেত্রাধীন বিভিন্ন মার্কেটসমূহে স্থাপিত ভ্যাট বুথ হতে সেবা গ্রহণ করার জন্য করদাতাদের আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলাভিত্তিক সর্বোচ্চ মূসক পরিশোধকারীদের মধ্যে চট্টগ্রাম থেকে চারটি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। সর্বোচ্চ ভ্যাট প্রদানের জন্য উৎপাদনখাতে চট্টগ্রামের পদ্মা এলপিজি লিমিটেড, সেবা খাতে চট্টগ্রাম টেরাকোটা, ও টেকনাফের পর্যটন হোটেল নেটং ও টেকনাফ, কক্সবাজার এবং ব্যবসায় খাতে টিভিএস গ্যালারি, চট্টগ্রামকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভ্যাট দিবস উপলক্ষে ১১ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন ৮টি বিভাগীয় দপ্তরের (আগ্রাবাদ, চট্টলা, চান্দগাঁও, পটিয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান) অধিক্ষেত্রাধীন বিভিন্ন মার্কেটসমূহে ভ্যাট কর্মকর্তা এবং দোকান মালিক সমিতির প্রতিনিধির সমন্বয়ে ‘ভ্যাট বুথ’ স্থাপনের মাধ্যমে করদাতাদের ভ্যাট সংশ্লিষ্ট সকল ধরনের সেবা প্রদান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধইডিইউতে অ্যাডমিশন ফেয়ার আজ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ৬ ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধার