টেরীবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ভ্যাট নিবন্ধন, অনলাইনে রিটার্ন দাখিল ও রাজস্ব প্রদান বিষয়ে মতবিনিময় সভা সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মাওলানা জিয়াউল করীম। প্রধান অতিথি ছিলেন কাস্টম, এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ চট্টগ্রাাম বিভাগীয় উপ-কমিশনার ফাতেমা খায়রুন নূর। বিশেষ অতিথি ছিলেন কাস্টম, এঙাইজ ও ভ্যাট কোতোয়ালী সার্কেলের রাজস্ব কর্মকর্তা মো. আবুল খায়ের, কাস্টম, এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ বিভাগীয় সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন আলহাজ্ব বেলায়েত হোসেন, ইসমাইল হোসেন, আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী, মো. লিয়াকত আলী, আলহাজ্ব আবুল মনসুর, আলহাজ্ব মোহান্মদ আলমগীর, শেখ শহীদ সোহরাওয়ার্দী বাহাদুর, আবদুল করিম, আবু তাহের, আজগর আলী, ইশতেহাদ হোসেন রাজীব, অধ্যক্ষ ইমরানুল হক সাইয়েদ, জিয়াউল করীম, মো. ইশতিয়াক উদ্দিন, মো. মনজুর এলাহী, মো. দিদারুল আলম, মো. ইলিয়াছ প্রমুখ। প্রধান অতিথি বলেন, ভ্যাট হচ্ছে সরকারের অন্যতম আয়ের উৎস। সেই ভ্যাট দিয়ে সহযোগিতা করেন আপনারা ব্যবসায়ীরা। ভ্যাট যদি কেউ অন্যায়ভাবে চাই তার প্রমাণ পেলে অবশ্যই শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।এখন অনলাইনে সব করা যায়। ব্যবসায়ীরা যাতে ভ্যাট অফিসে এসে কোনপ্রকার ক্ষতির সম্মূখীন হলে সাথে সাথে আমাকে জানবেন এবং আমি আপনাদের সহযোগিতা করবো। প্রেস বিজ্ঞপ্তি।